ছাতকের পল্লীকবি রমিজ আলী আর নেই
ছাতক থেকে ফকির হাসানঃ ছাতকের মরমী পল্লীকবি, বাউল সাধক, গীতিকার ও সুরকার আলহাজ্ব শাহ রমিজ আলী আর নেই। লাখো ভক্ত-শ্রোতাকে কাদিয়ে বুধবার যুক্তরাজ্যের ওয়েলডাম সিটির পিকলি শহরের নিজ বাস ভবনে যুক্তরাজ্য সময় বুধবার সন্ধ্যা সোয়া ৭টা ও বাংলাদেশ সময় রাত সোয়া ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি—রাজিউন। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের মৃত ফুরকান উল্লাহর পুত্র। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০বছর। তিনি স্ত্রী, ৬পুত্র, ২কন্যা, ৭নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্ত-শ্রোতা রেখে গেছেন। জ্ঞানের সাগর দূর্ব্বিণ শাহ’র প্রথম শিষ্য ছিলেন তিনি। রমিজ আলীর রচিত বহু গান দূর্ব্বিণ শাহ নিজ কণ্ঠে গেয়েছেন। একদিনের ভরসা নাই, কিসের জিন্দেগী আল্লাহ পরওয়ার–, একবার দাড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার লাগ–, বন্ধু বাইর হইয়া দেখরে দোয়ারে ভিকারি খাড়া, পেটের ফকির নয়তো আমি ভিক্ষা নেব তোরা–, রাইয়ের বাসনা পুরাইতেরে রসবন্ধু কুঞ্জ বনে, কি ধন লইয়া আইছ ভবে কি দিবে তুলনে–, এমন অসংখ্য বিখ্যাত গানের রচয়িতা পল্লীকবি রমিজ আলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ভক্ত-শ্রোতাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইতিমধ্যে তার লেখা সহস্রাধিক গান ৪টি খন্ডে রমিজ গীতি নামে প্রকাশিত হয়েছে। প্রতি বছর স্থানীয় রমিজি শিল্পী গোষ্ঠির উদ্যোগে এ কবির সম্মানার্থে রমিজ গীতি উৎসব পালন করা হয়। এছাড়া অসংখ্য কবিতাও রচনা করেছেন তিনি। আজ শুক্রবার যুক্তরাজ্যস্থ পিকলি শহরের জামে মসজিদ প্রাঙ্গনে বাদ জুম্মা জানাজা নামায শেষে দাফন সম্পন্ন করা হবে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কবির জন্মস্থান ছনখাইড় গ্রামের মসজিদ প্রাঙ্গনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে কবির ভাতিজা, ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল জানিয়েছেন।