যে কারণে ছবি থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়িকা মুনমুন
বিনোদন ডেস্কঃ দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’ ছবিতে অভিনয় করার কথা ছিল মুনমুনের। কিন্তু পারিবারিক মামলার কারণে ছবিটি থেকে সরে দাঁড়ালেন তিনি।
জানা যায়, ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’ ছবির কাজ। কিন্তু শুটিংয়ে অংশ নিতে পারেননি মুনমুন।শুধু তাই নয়, ছবিটি থেকেও সরে দাঁড়ালেন তিনি। মনুমুন জানিয়েছেন চট্টগ্রামে নিজের পৈতৃক বাড়িতে জমিজমা নিয়ে চলছে দ্বন্দ্ব। জমি সংক্রান্ত মামলায় আগামী রোববার মুনমুনকে আদালতে হাজিরা দিতে হবে। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুটিংয়ে বিঘ্ন ঘটবে বারবার। এসব কারণেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত, অশ্লিলযুগের নাম্বার ওয়ান এই নায়িকা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রযেছেন। মূলত অশ্লিল ছবির বিরুদ্ধে অভিযান চালানোর পর থেকেই চলচ্চিত্র দুনিয়া থেকে একরকম দূরেই আছেন মুনমুন।