কানাইঘাট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধি: চতুর্থ কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সমন্বয় কমিটির এ সভায় বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস ও কমিটির সকল সদস্য নব নির্বাচিত চেয়ারম্যান আশিক চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ফুল দিয়ে বরণ করার মাধ্যমে তারা তাদের দায়িত্ব বুঝে নেন। বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস ও ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবালকে পরিষদের পক্ষ থেকেও মাল্য ভূষিত করা হয়। ৯ ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী উপজেলার সকল চলমান উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করে বলেন, কানাইঘাটকে একটি মডেল উপজেলায় পরিণত করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।