কেমুসাসের ৮৯৩ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
কবিদের কবিতায় যেন দেশ মাটি মানুষের কথা ফুটে উঠে
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক ৮৯৩ তম সাহিত্য আসর কেমুসাস সাহিত্য আসর কক্ষে ২৪ ডিসেম্বর ২০১৫ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য সাহিত্য সভায় আলোচকরা বলেন কবিদের কবিতায় যেন দেশ মাটি মানুষের কথা ফুটে উঠে। সে দিকে মনোযোগ দিতে হবে। কারণ নিভৃত,নিপীড়িত নির্যাতিত মানুষের কথা তাদের লেখনীতে তুলে ধরেছেন তারাই যুগে যুগে অমর হয়েছেন আবার সমাজের প্রয়োজনে জাতিকে দেখিয়েছেন আলোর পথ। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপনের সভাপতিত্ত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক,সহ সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি মুকুল চৌধুরী, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, কবি বাসিত ইবনে হাবিব, কবি মামুন সুলতান।
হাসমা বিন হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশগ্রহণ করেন সেলিম আউয়াল, শফিকুর রহমান চৌধুরী, মোঃ মারুফ আহমদ, আলী হাফিজ, আলাল আহমদ, জীবন কৃষ্ণ সরকার, মোঃ আব্দুল হক, মু. আবদুল কাদির জীবন, আকরাম ছাবিত, মুহাম্মদ জহীরুল ইসলাম, সৈয়দ মুক্তদা হামিদ, জাহাঙ্গীর জয়, রকিব জিয়া, মেহেদী আহমদ, সিদ্দিক আহমদ, রাহাত বিন সায়েফ চৌধুরী, সৈয়দ কামরুল হাসান, শাহ মিজান, আমিনা বিনতে চৌধুরী মান্না, আবদুস শহীদ মাটি, মোঃ আনওয়ার আলী, শাহাদৎ হোসেন টিপু, বিনিয়ামিন রাসেল, মো. মনির হোসেন, তাসলিমা খানম বীথি, সিরাজুল হক, লাহিন নাহিয়ান স¤্রাট, হেলাল উদ্দিন দাদন, রাফিদুল ইসলাম চৌধুরী, প্রমুখ। সাহিত্য আসর পরিচালন করেন মামুন হোসেন বিলাল ও সেরা লেখক নির্বাচিত হন হুসাইন মুহাম্মদ ফাহিম। বিজ্ঞপ্তি