কানাইঘাটে প্রেমিক জুটির পালিয়ে বিয়ে : অপহরণ মামলায় ছেলের বাবা শ্রীঘরে

couple run awayকানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে প্রেমের টানে সাড়া দিয়ে স্কুলে যাবার পথে পালিয়ে গেলেন অষ্টম শ্রেণির এক ছাত্রী। মামলা সূত্রে জানা যায়, দুর্গাপুর সরুফৌদ গ্রামের নুরুল হকের পুত্র দুর্গাপুর উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্র মস্তফা আহমেদ (১৬) গত ৩ এপ্রিল দুর্গাপুর গ্রামের নুর আহমদের কন্যা কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রি নাদিয়া আক্তার তামান্না (১৪) কে স্কুলে যাবার সময় কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব থেকে একটি সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা নুর আহমদ গত ৪এপ্রিল কানাইঘাট থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নং- (০৩) তাং- ৪/৫/২০১৪ইং। এর প্রেক্ষিতে পুলিশ মস্তফা আহমেদের বাবা নুরুল হককে গ্রেফতার করে জেল হাযতে প্রেরণ করেন। অপরদিকে গত ৭ এপ্রিল নোটারী পাবলিক এর কার্যালয় ঢাকা এর মাধ্যমে প্রাপ্ত বয়স উল্লেখ করে নাদিয়া আক্তার তামান্না (১৯) ও মস্তফা আহমেদ (২৩), ধর্ম-ইসলাম, পেশা- ব্যবসা উল্লেখ করে ৪লক্ষ টাকা মোহরানা ধার্য্য করে ৫০ হাজার উসুল দিয়ে বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে তারা একে অন্যকে প্রেম নিবেদন করে আসছিল। এ নিয়ে কন্যার বাবা ছেলের বাবার কাছে বিচার প্রার্থী হয়েও কোন প্রতিকার পান নি। অবশেষে দুইটি পরিবার হার মানলো মস্তফা-তামান্নার প্রেমের কাছে। এলাকাবাসী জানান, মস্তাক আহমদের পিতা একজন নিরীহ নিরাপরাধ ব্যক্তি। ছেলের কারনে তাঁকে জেল কাটতে হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি হলে উভয় পরিবার উপকৃত হবে স্থানীয় মুরব্বিয়ানরা জানান।