বছরের সবচেয়ে বড় মিথ্যুকের পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প!!

Trumpডেস্ক রিপোর্টঃ ‘যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার যখন ভেঙে পড়ছিল, তখন সমবেত উল্লাস করছিল নিউ জার্সির মুসলমানরা’-এমন কথা বলে চলতি বছরের সেরা মিথ্যুকের পুরস্কার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই স্বৃকৃতির মাধ্যমে আগামী বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প আরেকবার বিতর্কিত হলেন। ট্রাম্পের বক্তব্য বছরের সেরা মিথ্যা হিসেবে নির্বাচিত করেছে পুলিৎজার পুরস্কার বিজয়ী অনুসন্ধানী ওয়েবসাইট পলিটিফ্যাক্টস।
ইনডিপেনডেন্ট জানায়, গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি শোভাযাত্রায় দেওয়া বক্তব্যে ৯/১১-এর সময় মুসলমানদের উল্লাস করেছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, ‘আমি দেখেছিলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ছে। আরো দেখেছি, নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে হাজার হাজার মানুষ ভবন ভেঙে পড়া দেখে উল্লাস করছে। হাজারো মানুষ উল্লাস করছে।’
অ্যালাবামার বক্তব্যের পর ‘এবিবি নিউজে’ এ সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছিলেন, নিউ জার্সিতে মুসলমানের উল্লাসের দৃশ্য টেলিভিশনেই দেখিয়েছে। তবে তার এই বক্তব্যের পক্ষে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য এর আগে সেরা মিথ্যা বলার পুরস্কার জিতেছিলেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিন ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।