‘ওরা সব ভিখেরি, ওদের মান সম্মান বলে কিছু নেই’

ananta jalilবিনোদন ডেস্কঃ যারা দেশের বাইরে গিয়েই বলে আমাদের দেশে কিছুই নেই, তোমাদের সেদেশই সব। ওরা আসলে ভিখেরি, ওদের মান-সম্মান বলে কিছু নেই—খুব ক্ষোভের সাথেই এই কথাগুলো বললেন বাংলাদেশের আলোচিন চিত্রনায়ক প্রযোজক অনন্ত জলিল। একটি দৈনিকের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একজন বাংলাদেশী হয়ে সবসময় গর্ব করি। সবখানেই সেটা বলার চেষ্টা করি। এসময় তিনি আরো বলেন, নিজের দেশকে যে ভালোবাসে না, সে নিজেকেও ভালোবাসে না।’
এছাড়াও সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছেন,এদেশে এখন আমিই সবচেয়ে সেরা তারকা। আমার চেয়ে জনপ্রিয়তা কারো নেই।’ কিভাবে এত আত্মবিশ্বাস নিয়ে নিজের সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন, এমনটা জানতে চাইলে অনন্ত জলিল বলেন,‘আমি আমার দেশের স্বার্থে, এদেশের ইন্ডাষ্ট্রির স্বার্থে কাজ করার চেষ্টা করছি, যা অন্য কেউ ভাবে না। সবাই বড় বড় কথা বলতে পারবে, কিন্তু কাজের বেলায় কেউ নেই।’
অনন্ত জলিল বর্তমানে তার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস এর উদ্যোগে ট্যালেন্ট হান্ট এর দেখাশোনা করছেন। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন,‘ আমি এই যে ট্যালেন্ট হান্টের উদ্যোগ নিয়েছি, এতে কি শুধু আমি একাই লাভবান হবো। কখনওই না। এই ট্যালেন্ট হান্ট থেকে বেরিয়ে আসা একাধিক মেধাবী মুখ সবার কাজেই আসবে। কিন্তু আমি প্লাটফর্মটি তৈরি করে দিলাম।’