চুনারুঘাটে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৩
এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাটে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর বাজার ভান্ডারী বাসার সামনের রোডে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নয়ন দেব (৪৮) নামে চুনারুঘাট মধ্যবাজার পাঁচভাই হোটেলের কর্মচারী নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় ৩ জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার নরপতি গ্রামের সমীরন বনিক, দূর্গাপুর গ্রামের কবির মিয়া (২৪), শ্রীমঙ্গলের ইস্পাহানী এলাকার সেবক বনিক (১৮)। আহতদের প্রথমে চুনারুঘাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার বাকী ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উলেখ্য যে, সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়ন দেব ঘটনাস্থলেই মারা যান। নিহত নয়ন দেবের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসলে পরে নয়ন দেবের লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোন থানায় মামলা হয়নি।