কবুতর প্রতীক নিয়ে নির্বাচনে মৌসুমী!
ডেস্ক রিপোর্টঃ হাতে বেশি একটা সময় নেই। ক’দিন পরই নির্বাচন। তাই জনসংযোগে ব্যস্ত মৌসুমী। তিনি দলবল নিয়ে অলিগলি ঘুরছেন আর ভোট প্রার্থনা করছেন। তিনি ভোট চাইছেন তার কবুতর প্রতীকের জন্য । ভাবছেন সত্যিই কি? হ্যাঁ বিষয়টি সত্যি। তবে অফস্ক্রিন নয়, এই ভোট তিনি চাইছেন অনস্ক্রিনে। নতুন ছবি ‘লিডার’-এর প্রথম গানের ভিডিওতে এভাবেই হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী মৌসুমী। গানের নাম ‘বঙ্গবন্ধু হও আবার’।
গানটি লিখেছেন ও গেয়েছেন পরিচালক দিলশাদুল হক শিমুল। সংগীতায়োজন করেছেন জীবন বিশ্বাস। মৌসুমীর ভোট প্রার্থনার এ ধরনের ভিডিও এখন ইউটিউবে। ৩ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা গেলো রাজনীতিবিদ মৌসুমীকে। ছবিটিতে দেখা যাবে, প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত আর প্রতহিংসাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন মৌসুমী। এতে তার চরিত্রের নাম শিউলি আক্তার নাদিয়া। ছবিটিতে মৌসুমীর পাশাপাশি আরো আছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমদে শরীফ, সোহলে খান প্রমুখ। নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাবে ‘লিডার’।