কে এই সায়েম, যিনি গুগলের বিনোদন ক্যাটাগরিতে শীর্ষে
বিনোদন ডেস্ক: গুগল সার্চ ইঞ্জিনে ২০১৫ সালে বাংলাদেশ থেকে বিনোদন তারকাদের মধ্যে সববেশি খোঁজা হয়েছে প্রয়াত অভিনেতা সায়েম সাদাতকে। সায়েম সাদাত এ বছরের ১১ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর কয়েকদিন আগে (৩ মে) সায়েম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সায়েম ছাড়া বাংলাদেশ থেকে আর অন্য কোনো বিনোদন তারকা গুগল সার্চ ২০১৫ তে স্থান পান নি। জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাংলাদেশের ব্যক্তিদের খোঁজার তালিকায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এই তালিকায় সম্মিলিত ভাবে প্রথমে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা মুস্তাফিজুর রহমান। একনজরে ২০১৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যক্তিদের তালিকা ১. মুস্তাফিজুর রহমান রহমান ২.এপিজে আব্দুল কালাম ৩.রাধিকা আপতে ৪.তাসকিন আহমেদ ৫.এরিয়েল উইন্টার ৬.রন্ধা রুশি ৭.সায়েম সাদাত ৮.সানি লিওন ৯.মাশরাফি বিন মর্তুজা ১০.কারিশমা তান্না