সিলেট নগরীতে পতাকা বিক্রির ধুম
ডেস্ক রিপোর্টঃ আজ ১৫ ডিসেম্বর । রাত পোহালেই বিজয় দিবস। এর পূর্বেই বিজয়ের বার্তা নিয়ে নগরী জুড়ে শোভা পাচ্ছে লাল-সবুজের পতাকা । বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, রিকশা এমনকি সাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শেষ মুহুর্তে নগরীতে চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম।
নগরীর বিভিন্ন সড়কে দেখা পাওয়া যাচ্ছে ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতাদের। ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতাদের বেশী দেখা মিলে নগরীর শহীদ মিনার এবং বন্দর বাজার, চৌহাট্টা, জিন্দাবাজার এলাকায়। বিক্রিও হচ্ছে প্রচুর। নগরী ঘুরে বিভিন্ন পতাকা বিক্রেতাদেও সাথে কথা বলে এমটিই জানাগেছে।
ডিসেম্বরের শুরু থেকে পতাকা বিক্রির উৎসব শুরু হয়েছে। চলবে বিজয় দিবস পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতাকা বিক্রি করছেন একশ্রেণীর মৌসুমি বিক্রেতা। এমন একজন আনোয়ার মিয়া বয়স ১৭। বছরের অন্য সময় রেস্তোরাঁয় এবং বিভিন্ন পত্রিকার হকার হিসেবে কাজ করলেও এ সময়টা পতাকা বিক্রি করে। কারণ জানাল, ‘এইডা বিজয়ের মাস, সবে পতাকা কিনে তাই ব্যবসা ভালা অয়। আর পতাকা বেচাও সোজা।’ সোমবার বিকেলে বন্দরবাজার পেপার পয়েন্টে ঠিক এ কথাগুলোই বলছিল আনোয়ার।
ইদ্রিস মার্কেটের একটি টেইলার্সের দোকানে পতাকার অর্ডার দিচ্ছিলেন এক জাওয়াদ খান। সরকারদলীয় এক ছাত্র সংগঠনের নেতা সেঁ। জাওয়াদ জানায় বিজয় র্যালীতে বিশাল আকারের এ পতাকা দিয়ে র্যালী দেয়া হবে।