‘যারা হামলা করেছে তাদের খবর হয়ে যাবে’
ডেস্ক রিপোর্টঃ রোববার তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানে যারা বাধা দিয়েছেন তাদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ট্রাকস্ট্যান্ডকে ঘিরে একটি চক্র গড়ে উঠেছে। তারা সেখানে অবৈধ স্থাপনা করেছে, দোকান তুলেছে, মাদক ব্যবসা করছে। এখন তাদের টাকা তোলা বন্ধ হয়ে যাচ্ছে। অভিযানের সময় এ কারণেই তারা ঢিল মেরেছে। যারা হামলা করেছে তাদের খবর হয়ে যাবে।
কাওরানবাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। আনিসুল হক বলেন, দখলদাররা পলিটিকস খেলছে। তিনি বলেন, সেখানে পুলিশ ছিল, তারা কিছুই করেনি। চাইলে অনেক কিছু করা যেত। কারণ, অনেক ফোর্স ছিল, তারা নীরব থেকেছে। যারা হামলা করেছে তাদের ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে অনুরোধ করেছেন জানিয়ে তিনি বলেন, কেউ ছাড় পাবে না। যারা এখন শক্তি দেখানোর চেষ্টা করছে, তাদের শক্তি মাদকের, চাঁদাবাজির টাকার শক্তি। এ শক্তি থাকবে না।