ছাত্রদলের ৪১ নেতা কর্মীর ছাত্রলীগে যোগদান
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলা ছাত্রদলের সহসভাপতি পারভেজ আলম চৌধুরী, যুগ্নসম্পাদক মাহমুদুল হাসান ও পৌর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমদের নেতৃত্বে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার ৪১ জন নেতাকর্মী ছাত্রলীগে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে উপজেলা ছাত্রলীগ গতকাল সোমবার তাদের সম্মানে শহরে আনন্দ মিছিল ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে উপজেলা রোডের ছাত্রলীগ কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই কলেজের সাবেক ভিপি দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাহেল আহমদ চৌধুরী, কলেজ শাখার সভাপতি উজ্জল আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব রায়। বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা রেজাউল করিম, মোতাচির মিয়া, দিপু দাস প্রমুখ।