মিফতাহুল কুরআন মাদরাসার ছাত্র আল আমীন নিখোঁজ
শাহপরান থানার মুক্তির চকে মিফতাহুল কুরআন মাদরাসার আল আমীন নামে এক ছাত্র গত ১৯ নভেম্বর ২০১৫ইং বৃহস্পতিবার মাদরাসা যাওয়ার পথে হারিয়ে যায়। সে সিলেট মিরেরচক গ্রামের ট্রাক ড্রাইভার সেলিম আহমদ এর ছেলে। ছেলেটির বয়স ৮/৯ বছর, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পরনে ছিল লাল চেকের হাফ সার্ট, ফুল পেন্ট। যদি কোন সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন, মিফতাহুল কুরআন মাদরাসা, মুক্তির চক, সিলেট। ০১৭১৯ ২৩৪৫০৬, ০১৭৫২ ৯৩৭৭৮৬