সাক্ষাতের অনুমতি পাননি মুজাহিদের আইনজীবীরা
সুরমা টাইমস ডেস্কঃ মানবতারিবোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি আইনজীবীরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সকাল ১০টার দিকে মুজাহিদের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। কিন্তু কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কারা কর্মকর্তা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও অনুমতি দেইনি।’
এ বিষয়ে জানতে চাইলে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের আইনজীবীরা সকালে বাবার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কিছু জানয়নি।’