সিলেট মহানগর ছাত্রদল নেতা লোকমানের মুক্তি দাবী জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদের মুক্তির দাবী জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন. বর্তমান অবৈধ আওয়ামী সরকার দেশকে ধ্বংসের পায়তারা লিপ্ত রয়েছে। বিরোধী দল দমনে দেশের সর্বস্থরের নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন করে অবৈধ ভাবে ক্ষমতা আখড়ে ধরে রাখতে চায়। দেশে সর্ব বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার বাসা বাড়িতে গিয়ে তল্লাসী পরিবারের সদস্যদের সাথে অসৌজন্য মূলক আচরন ভয়ভীতি প্রদর্শণ করে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না তা অতিত ইতিহাস অবলোকন করলে জানতে পারবেন। নেতৃবৃন্দ ছাত্রনেতা লোকমান সহ সকল কারা বন্দি নেতা কর্মীদের মুক্তির দাবী জানান।