মশা উৎপাতে সিসিকর ভুমিকা
সুরমা টাইমস ডেস্ক: মশার উৎপাতে অতিষ্ঠ সিলেট নগরবাসীর জন্য স্বস্থির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিতে কাজ করে চলেছেন সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা হানিফুর রহমান। ইতোমধ্যে তিনি অনেকটাই সফল হয়েছেন। মশার জন্য সাক্ষাৎ যমদূত হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। মশার উৎসস্থল সমূলে বিনষ্ট করে দেয়ার কাজ চালাচ্ছেন তিনি।বদর উদ্দিন আহমদ কামরান যখন মেয়র ছিলেন, তখন সিসিক’র প্রশাসনিক কর্মকর্তা ছিলেন হানিফুর রহমান। আরিফুল হক চৌধুরী মেয়র হওয়ার পর হানিফকে বদলি করে বর্জ ব্যবস্থাপনার দায়িত্ব দেন। সেই দায়িত্বও সফলভাবে পালন করে চলেছেন হানিফ। তার দায়িত্বশীল ভূমিকায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসে। প্রতিদিন তিনি নিজে সরাসরি তদারকির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি দেখেন।বর্তমানে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মশক নিধনের বিষয়টি দেখভাল করছেন। তিনি এই দায়িত্ব নেয়ার পরপরই গত কয়েকদিনে নগরীতে মশা নিধনে বিশেষ অভিযান চালাচ্ছেন। মশার উৎসস্থলে ওষুধ ছিটানোর ব্যবস্থা করছেন তিনি। ইতোমধ্যে তার প্রচেষ্টায় মশার উপদ্রব থেকে মুক্তি মিলতে শুরু করেছে নগরবাসীর।এ ব্যাপারে হানিফুর রহমান বলেন, মশার উৎসস্থল ও জন্মস্থলে ওষুধ ছিটানো হচ্ছে। শীঘ্রই বাসা-বাড়িতে মশার ওষুধ ছিটানো শুরু হবে।