গোলাপগঞ্জের নিশ্চিন্তে প্রাথমিক বিদ্যালয়ে চুরি
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিশ্চিন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমববার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।স্কুলের সিনিয়র শিক্ষিকা রাবেয়া খানম জানান, প্রতিদিনের মতো সোমবার স্কুলে আসেন তিনি। এসে দেখেন অফিস রুমের তালা ভাঙ্গা ।অফিস রুমের ভিতরে ঢুকে দেখেন রুমে আসবাবপত্র এলোমেলো রয়েছে। পরে ঐ শিক্ষিকা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অফিক আহমদ খাঁনকে খবর দেন। তিনি ঘটনাস্থলে আসেন। এসে দেখেন স্কুলের ৬টা ফ্যান,৪টা পানির ট্যাপ, ক্লাসরুমের চাবির ঝুটা সহ জরুরী আসবাবপত্র চুরি হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য মন্টু রঞ্জন মালাকার ও সম্ভাব্য মেম্বার প্রার্থী সাইফুর রহমান কামাল ।এই চুরির ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অফিক আহমদ খাঁন জানান,ঘটনায় কাদের সংশ্লিষ্টতা আছে এখন বলা যাচ্ছে না।এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অতি শিগগির অভিযোগ দায়েল করা হবে।