মাধবপুরে ভারতীয় গাঁজা উদ্ধার
হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর সোনাই নদী ব্রীজের দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন সংবাদ প্রেরিত এক বার্তায় জানান-বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল দূর্গা পূজার বিশেষ টহলে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছেবলে জানা যায়।