মিরবক্সটুলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ ফার্মেসীকে জরিমানা : মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর মিরবক্সটুলায় ৩ টি ফার্মেসী ও একটি রেষ্টুরেন্টে জরিমানা ও ফার্মেসী থেকে মেয়াদউত্তীর্ণ মেডিসিন জব্দ করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ উদ্ধার করে তা ধ্বংস করা হয়।
সোমবার বেলা ১টা থেকে পরিচালিত অভিযানে নগরীর মিরবক্সটুলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং মো: শাহাদাত হোসেন। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর সিভিল সার্জন স্নিগ্নেন্ধু সরকার।
অভিযানকালে মিরবক্সটুলা এলাকায় ন্যায্য মূল্য রেষ্টুরেন্টে ৫ হাজার টাকা, শাহরিয়ার ফার্মেসীতে ৫ হাজার টাকা, তালুকদার ফার্মেসীতে ৫ হাজার ও আল আমিন ফার্মেসীতে ৫ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এই ফর্মেসীগুলো থেকে মেয়াদউর্ত্তীণ প্রায় ১০ হাজার টাকার মেডিসিন জব্দ করা হয়।