বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় ২জন গুরুতর আহত
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীসহ ২জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সুনামগঞ্জ রোডস্থ গোলচন্দবাজারে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ব্যবসায়ী মকদ্দু আলী (৩২) ও তার চাচাত ভাই দুলাল আহমদ (৩০)। গুরুতর অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, মফজ্জুল আলী ও তার ভাই মকদ্দুছ আলী গোলচন্দবাজারে নিজের একটি ঘরে বালুপাথরের ব্যবসা করে আসছিলেন। এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী খলিলুর রহমান তাদের কাছে প্রায়ই চাঁদা দাবি করে আসছিল। মফজ্জুলরা চাঁদা দিতে অপরগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে উঠে খলিল। বৃহস্পতিবার খলিল তার পুত্র মুহিবুর রহমান সেবুলসহ লোকজন নিয়ে এসে মফজ্জুলও মকদ্দুছের কাছে চাঁদা চাইলে তারা আবারো চাঁদা প্রদানে অপরগতা প্রকাশ করেন। এ সময় খলিলুর রহমান ও তার সহযোগীরা তাদের উপর হামলা করে তাদেরকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতারে ভর্তি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল ।