রাজন হত্যা মামলা : আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় দুই বিচারক ও চিকিৎসকসহ আরও চার জনের সাক্ষ্য গ্রহণ চলছে। এনিয়ে ২৯ জনের সাক্ষ্য শুনলেন আদালত।
আজ(বুধবার)দুপুর ১২টা থেকে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন আদালতের পিপি মফুর আলী। এর আগে গ্রেফতারকৃত ১০ আসামিকে এজলাসে হাজির করা হয়।
আজ সাক্ষ্য দেন সিলেট মহানগর হাকিম মো. সাহেদুল করিম, আনোয়ারুল হক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক তাহমিনা ইসলাম ও জালালাবাদ থানার পুলিশ সদস্য ফয়সল আহমদ।
আগামীকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন পিপি মফুর আলী। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৮ জনের জাবানবন্দি শুনবে আদালত।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়।
এদিকে রাজন হত্যার প্রধান আসামী কামরুলকে আনতে ৩ পুলিশ কর্মকর্তা সৌদি আরব গিয়েছেন, জানা গেছে বৃহস্পতিবারই তাকে নিয়ে দেশে ফিরবেন তারা।