মাধবপুরে ভূয়া আইনজীবি সহকারী বিরোদ্ধে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ

হামিদুর রহমান,মাধবপুর থেকে: ভূয়া এক আইনজীবি সহকারী বিরোদ্ধে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ দাখিল করেছে জেলা আইনজীবি সহকারী সমিতির সদস্যবৃন্দ। জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি বরাবর লিখিত একটি অভিযোগ গত ১৫-৯-২০১৫ ইং তারিখে দাখিল করেছে সমিতির কিছু সংখ্যক সদস্য। অভিযোগ সূত্রে জানা যায়,মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র জামাল মিয়া(৩০) নিজেকে আইনজীবি সহকারী হিসাবে পরিচয় দিয়ে অসহায়,সহজ,সরল ভুল বুঝিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। মূলত সে একজন কুখ্যাত চোর ও ইয়াবা ব্যবসায়ী। তার বিরোদ্ধে চুরি,ডাকাতিসহ ইয়াবা ট্যাবলেট বিক্রির একাধিক মামলা রয়েছে মাধবপুর থানায়। সে অন্যায় ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিরীহ,অসহায় লোকের বিরোদ্ধে থানায় ও কোর্টে মিথ্যা মামলা মোকাদ্দমা দায়ের করে হয়রানি করে আসছে। বর্তমানে সে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির প্রবীণ ও স্বনামধন্য আইনজীবি এডভোকেট মনোয়ার আলী সাহেবের আইনজীবি সহকারী পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গনে সহজ ,সরল বিভিন্ন লোকজন কে বিভিন্ন ভাবে প্রতারণা করছে। সে মূলত আইনজীবি সহকারী সমিতির নিবন্ধিত কোন সদস্য নয়। তাই এই ভূয়া আইনজীবি সহকারী বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারী সমিতির সদস্যবৃন্দ।