চৌধুরী ছুফিয়ান এবং কয়েছ লোদীর পিতার ইনতেকালে সিলেট লেখক ফোরাম’র শোক
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী ছুফিয়ান এবং সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদীর পিতা মজির উদ্দিন আহমদ লোদীর ইনতেকালে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন কোষাধ্যক্ষ কাজী শফিকুল ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন তাঁদের ইনতেকালে সিলেটবাসী দুজন অভিভাবককে হারালেন। এ ক্ষতি সহজে পুরণ হবার নয়। তারা মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।