নবীগঞ্জে পালিয়ে বিয়ে করার জেরে সংঘর্ষে মহিলাসহ আহত ৩
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের ঝাড়ূ দাশ ও একই গ্রামের সুনিমল দাশের পরিবারের মাঝে পূর্ব বিরোধের জের ধরে গতকাল বুধবার দুপুরে সংঘর্ষে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত সুনিময় দাশের স্ত্রী অঞ্জলী দাশ(৫০),শুভেন্দু দাশ(১৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের ঝাড়ূ দাশ ও একই গ্রামের সুনিমল দাশের পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত ঝাড়ূ দাশের মেয়ে সুচন্দ্রা দাশ শিবপাশা গ্রামের লা মোহন শিকারীর পুত্র রাকু শিকারীর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। পালিয়ে যাওয়ার ঘটনার সাথে সুনিমল দাশের পুত্র শুভেন্দুকে সন্দেহ করে ঝাড়ূ দাশের লোকজন। এ ঘটনার জের ধরে ঝাড়ূ দাশের লোকজন গতকাল বুধবার দুপুরে সুনিমল দাশের পরিবারের লোকজনের উপর হামলা করে। এ সময় ঝাড়ূ দাশের লোকজন সুনিমল দাশের এতে উল্লেখিত লোকজন আহত হয়।ত ৩