স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবীতে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ
চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা শায়েখ নূরুল ইসলাম ফারুকী (রঃ) এর খুনিদের এক বছরেও খুঁজে বের করতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকালে জেলার মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বাহুবল, নবীগঞ্জ, লাখাই, বানিয়াচং সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মাধবপুর উপজেলার প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওঃ ইউনুছ আনসারী, বক্তব্য রাখেন সাধারন সম্পাদক খন্দকার আশরাফ আলী মিছির, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সহঃ সাধারন সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাহিম। চুনারুঘাট উপজেলার প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মোঃ মামুনুর রশীদ, সমাবেশ পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ বিলাল মিয়া, বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওঃ মতিউর রহমান হেলালী, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুফতি মুসলিম খান, সহ-সভাপতি আতাউর রহমান সরকার তৌফিক, সাধারন সম্পাদক মাওঃ মোঃ ইয়াকুত মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস.এম সুলতান খান, পৌর ইসলামী ফ্রন্টের সভাপতি প্রভাষক মাওঃ আঃ ছালাম, সাধারন সম্পাদক মাওঃ শেখ জামাল আহমদ, জেলা ইসলামী যুবসেনার সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাহিদুল ইসলাম, মাওঃ আঃ কাদির, মাওঃ ওমর ফারুক, সাবেক উপজেলা সভাপতি আঃ আজিজ ইকবাল, হাফিজ আহমদ তালুকদার, সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, কাজী মোঃ জামাল মিয়া, মাওঃ মুজিবুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোঃ আঃ রহিম, আঃ আউয়াল সুমন, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ নিহাদুল ইসলাম চৌধুরী, মোঃ আবু তাহের, হাফেজ ইব্রাহিম, মহিউদ্দিন। শায়েস্তাগঞ্জের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন থানা সভাপতি মোঃ ফরাস উদ্দিন, সমাবেশ পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ জালাল মিয়া, বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, থানা সভাপতি প্রভাষক মাওঃ শাহাবুদ্দিন, সাধারন সম্পাদক মাওঃ মুফতি হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আঃ কাদির, আঃ ওয়াহেদ বাচ্চু, জেলা ইসলামী ছাত্রসেনার সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, মোঃ আঃ হান্নান, থানা যুবসেনার সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারন সম্পাদক শাহ আলম, যুবনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা ইদ্রিছ আলী, ফয়সল মিয়া, আল-আমিন, খোকন, কামরুল ইসলাম, হাফেজ সারওয়ার, আঃ মজিদ। বাহুবল উপজেলার প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি আলী মোহাম্মদ আশিক, সমাবেশ পরিচালনা করেন সাধারন সম্পাদ সৈয়দ মোহাম্মদ আলী, বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি উপাধ্যক্ষ শেখ মোশাহিদ আলী, সহ-সভাপতি সৈয়দ আঃ ওয়াদুদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ, ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর সদস্য মোঃ আঃ মন্নান, শামছুদ্দিন আনোয়ার, মোঃ রফিকুল ইসলাম খান, মোঃ রজব আলী, যুবনেতা তোফায়েল আহমদ চৌধুরী, মাওঃ সবুজ আলী, শফিকুল ইসলাম কাদির, আক্কাছ আলী, মিনহাজুর রহমান, মাওঃ ফেরদৌস আহমদ, মোঃ আফছর মিয়া, জুনায়েদ আহমদ ও আল-আমিন ইসলাম সহ প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা নূরুল ইসলাম ফারুকী কে নির্মম হত্যার এক বছর পরও খুনিদের খুঁজে বের করতে পারেনি সরকার তথা প্রশাসন। তাই ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবী জানান। বক্তাগণ আরো বলেন, বর্তমান সরকার যদি লক্ষ কোটি সুন্নী জনতার প্রাণের দাবী অমান্য করে তাহলে কোটি সুন্নী জনতার চোখের জলে সরকারের নৌকা তলিয়ে যাবে। তাই অনতিবিলম্বে ফারুকী’র খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।