সাবেক এমপি দিলদার সেলিমের বাসায় পুলিশী তল্লাশীর নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের বাসায় গত শুক্রবার গভীর রাতে পুলিশী তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ বর্তমান অবৈধ সরকার একদলীয় শাসন ব্যবস্হা কায়েমের লক্ষ্যে বিরোধীমত কে ধ্বংস করার ষড়যন্ত্রে গুম, হত্যা, নির্যাতনের পাশাপাশি দলের সিনিয়র নেতৃবৃন্দকেও হয়রানি করে যাচ্ছে। বাকশালী সরকার ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে দখল করা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশকে পুলিশি রাষ্ট্র পরিণত করেছে। নেতৃবৃন্দ দিলদার হোসেন সেলিমের বাসায় পুলিশের অহেতুক তল্লাশীতে ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে শিষ্টাচার বর্হিভূত কর্মকান্ড থেকে বিরত থাকারও আহবান জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম. নূরুল হক, যুগ্ম-আহবায়ক এডভোকেট আব্দুল গাফ্ফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এডভোকেট সামসুজ্জামান জামান, আব্দুল মান্নান ও এমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি