নবীগঞ্জে নাদামপুর দারুল উলুম মাদ্রাসা‘র উদ্বোধন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ নজরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলুম নাদামপুর মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল মোমিন শায়েখে ইমামবাড়ী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।
হাজ্বী তোরাব উল্লাহর সভাপতিত্বে ও মাওলানা মুফতি ফয়সল তালুকদারের পরিচালনায় এতে শুভোচ্ছা বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ও মাদ্রাসা প্রতিষ্টাতা সদস্য মাওলানা আশরাফুল ইসলাম। উক্ত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, বাউশা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সিরাজুল হক। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার আব্দুল ওয়াদুদ, কাওছার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক জামে মসজিদের ইমাম হাফিজ কবির আহমদ। প্রধান অতিথি এক বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত মাদ্রাসা উদ্বোধন করেন।