নবীগঞ্জে নারী নির্যাতন মামলার দুই পলাতক আসামী গ্রেফতার
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে ॥ নবীগঞ্জে নারী নির্যাতন মামলার ২ পলাতক আসামীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজার নামক স্থান থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- সাজ্জাদ মিয়া(৩৫) ও কালা শাহা(৩০)। জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের সেবুল হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দিরাই উপজেলার উত্তর সুড়িয়া পাড় গ্রামের রাজ্জাক মিয়া পিতা পিতা ছফা মিয়া, সাজ্জাদ মিয়া ও জুবেদ মিয়া পিতা সরাফত মিয়া, আজিদ মিয়া পিতা-মৃত আঃ হান্নান, কালা শাহ পিতা জয়নাল মিয়া সর্ব সাং আমড়াখাইর থানা নবীগঞ্জ গংদের বিরুদ্ধে গত ২০১৪ইং সালের ২১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা আত্মগোপন করে। গতকাল সকালে উল্লেখিত ২ আসামীর শিবগঞ্জ বাজারে অবস্থানের খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই. নূর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে।