শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ৫নং কালাপুর ইউনিয়নের আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সংগঠনের বিভিন্ন অংঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসুচি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো, সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির, সাধারণ সম্পাদক এম এ মান্নান,সহসভাপতি জিল্লুল আনাম চেমন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ উলামালীগসহ সংগঠনের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্র রাখেন।