রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে ওসমানীনগরে মানববন্ধন
বালাগঞ্জ প্রতিনিধি: ওসমানীনগরে শিশু রাজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন রচিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার এলাকায় যুব সমাজের ব্যানারে মহাসড়কের ওপর রচিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এসময় শাস্তির দাবি উপস্থাপন করে বক্তব্য দেন, পংকী মিয়া, রফিক মিয়া, শুকুর আলী, পুলক দেব, টুবলু দত্ত প্রমূখ। বক্তারা দ্রুত বিচার শুরুর দাবি জানিয়ে বলেন, যারা নৃসংশ ভাবে শিশু রাজনকে হত্যা করেছে তাদের ফাঁসি না হলে এধণের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।