শ্রীমঙ্গলে যুবকের আত্মহত্যা : মৌলভীবাজারে লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি, নুরুল ইসলাম শেফুলঃ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদী ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার লাশটি উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, সকালে মনু নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কমল মোন্ডা (২০) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে অচেতন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমল মোন্ডা শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের রাজঘাট কলোনীর গোকুল মোন্ডার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।