শেখ হাসিনার নের্তৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার উন্নয়নে বিশ্বাসী : উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার উন্নয়নে বিশ্বাসী। যে কাজ হাতে নেবে তা শেষ করাই বর্তমান সরকারের লক্ষ্য-উদ্দেশ্য। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ দেশে সবচেয়ে বেশী উন্নয়নের অংশীদার শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো যাবে। তিনি আরো বলেন, দরিদ্র মানুষের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দেয়ার জন্যে বর্তমান সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে বিভিন্ন ধর্মীয় উৎসবে ধনীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে সে জন্যে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর চাল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল ভূমিকা রাখছে। এ ধরনের কর্মসূচির কারণে দেশে দারিদ্রতার সংখ্যা কমেছে। দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি প্রত্যেকটি নাগরিকের উচিৎ সরকারের নেয়া এসব উদ্যোগের সফল বাস্তবায়নে সহায়তা করা। উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাড়ে ৬’শ দু:স্থ লোকের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ সদর ইউনিয়নে ১০ কেজি করে সাড়ে ৬শ লোকের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।