জিন্দাবাজার থেকে নারী চোরচক্রের তিন সদস্য আটক
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর জিন্দাবাজার থেকে নারী চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। জনতার সহযোগিতায় পুলিশ সদস্যরা তাদেরকে আটক করেন। শুক্রবার রাত ১০টার দিকে জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নারী চোরচক্রের গ্যাংলিডার দক্ষিণ সুরমার ধরাধরপুরের ফুল মিয়ার কলোনির ভাড়াটে সুমি বেগম (২৫), একই কলোনির ফাতেমা আক্তার (৪৫) ও মলি আক্তার (১৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- নগরীর মিরাবাজার ৩২ নম্বর বাসার আবদুল মান্নানের মেয়ে ইতি আক্তারসহ ওই পরিবারের ৩ নারী শুকরিয়া মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসেন। ভিড়ের মধ্যে ইতি আক্তারের কাছ থেকে ভ্যানেটিব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে নারী চোর চক্রের সদস্যরা।
এসময় ইতির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে চোরচক্রের তিন নারীকে আটক করেন পরে মার্কেটে দায়িত্বপালনরত এএসআই হেলালের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।