কেবিনে দেয়া হয়নি মেয়র আরিফকে : সিসিইউ থেকে এইচডিইউ’তে স্থানান্তর
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সোমবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার কথা থাকলেও শেষপর্যন্ত তা করা হয়নি। সোমবার বেলা দেড়টায় ডাক্তাররা মেয়রের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন এবং কেবিনে না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। বর্তমানে সিসিইউ থেকে মেয়রকে এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) কক্ষে স্থানান্তর করা হয়েছে।
মেয়রের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট ডা. মুমিনুজ্জামান।ব্রিফিংকালে জানানো হয়, মেয়রের শারীরিক অবস্থা ভাল তবে দর্শনার্থী বেশি হওয়াজনিত কারণে তার হার্টবিট স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। হার্টবিট স্বাভাবিক মাত্রায় রাখার জন্য তারা ইতোমধ্যে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। একইসাথে মেয়রের সাথে যাতে দর্শনার্থীরা সম্পূর্নরূপে দেখা করতে না পারেন সেজন্য তারা তাকে এইচডিইউ রুমে স্থানান্তর করতে বাধ্য হয়েছেন। ব্রিফিং করেন ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চীফ কনসালটেন্ট ডা: মুমিনুজ্জামান।