সুরমা বয়েজ কাব আয়োজিত সিরাজ উদ্দিন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

55 copyসুরমা বয়েজ কাব আয়োজিত মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সিরাজউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা মরহুম সিরাজ উদ্দিন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল খেলা গতকাল রবিবার বিকেলে টিবি হাসপাতাল গেইটস্থ সরকারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন উপশহর ফুটবল একাডেমি ও বালুচর গাংচিল কাব। ফাইনাল খেলায় উপশহর ফুটবল একাডেমি, বালুচর গাংচিল কাবকে ৩-২ গোলে পরাজিত করে উপশহর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরুতে ইউনাইটেড কাবের সাবেক খেলোয়াড় মুজায়েদুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উত্তেজনা পূর্ণ খেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আফজাল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ক্রীড়া সংগঠক আলীমুস সাদাত চৌধুরী, সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সভাপতি দিলোয়ার আহমদ ও সিরাজ উদ্দিন একাডেমির পরিচালক মোদাব্বির আহমদ দারা, সংগঠনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাবের সিনিয়র সদস্য লায়েক আহমদ, আব্দুল আহাদ এলিছ প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি চ্যাম্পিয়ান উপশহর একাডেমির টিম ম্যানেজার ও কোচ এর হাতে ট্রফি তুলে দেন । বিজ্ঞপ্তি