কুলাউড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শামীমা আক্তার শাম্মী (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে লাশ উদ্বার করা হয়। শাম্মী টিলাগাঁও ইউনিয়নের বালিসিন্ধি গ্রামের হেলাল মিয়ার মেয়ে। বর্তমানে তারা সুলতানপুর গ্রামের ওম্মর মিয়ার কলোনীতে ভাড়া থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হেলাল মিয়ার ঘরের ভেতরে সিলিংয়ের সাথে রশিতে ঝুলন্ত দেখা যায় শাম্মীকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।