ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সুরমা টাইমস ডেস্কঃ গতকাল বুধবার বিয়ানীবাজার উপজেলার ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫-এর পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন ‘প্রত্যাশা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছাদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল মামুন কয়সরের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহতাব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী, বিদ্যালয় পরিচালনা সদস্য ফখরুল আলম চৌধুরী, জিয়াউল বারী চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজি আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যাগাজিন ‘প্রত্যাশা’র সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।