যুবদল নেতার পিতৃ বিয়োগ ॥ দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাজিরবাজার আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মো: সেলিম মিয়ার পিতা নাজির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: তখলিছ মিয়া গতকাল শনিবার দুপুর ১ টায় বদিকোনাস্থ ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)।- মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ আসর বদিকোনা জামে মসজিদ প্রাঙ্গণে এবং ২য় জানাজা নাজির বাজারস্থ ঈদগাহ আরাফাতে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারী অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিলু মিয়া, থানা বিএনপি নেতা জামাল উদ্দিন, আসাদুজ্জামান নূর আসাদ, উপজেলা যুবদল নেতা আবুল কালাম রুনু সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাজিরবাজার আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মো: সেলিম মিয়ার পিতা নাজির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: তখলিছ মিয়ার মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারী অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিলু মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সেক্রেটারী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক তানভীর আহমদ, যুগ্ম আহবায়ক সুমন আহমদ, ফয়জুর রহমান, আলী হোসেন, নাজিম উদ্দিন রাহীম, ছাত্রদল নেতা রুমেল আহমদ, হোসাইন আহমদ প্রবেল, শেখ জুবায়ের, এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি