সিলেটের আদালতে দুই শিফটে বিচারকাজ

syl_courtসুরমা টাইমস ডেস্কঃ মামলার জট কাটাতে সিলেটের আদালতে দুই শিফটে বিচারকার্য পরিচালনা শুরু হয়েছে। সম্প্রতি প্রধান বিচারপতির অনুরোধে বিকেল বেলাও আদালত পরিচালনা শুরু করেছেন কোন কোন বিচারক। অন্য বিচারকরাও এ ধারায় এগিয়ে এলে মামলা জটের দুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন আইনজীবীরা
ছোট বড় অনেক মামলা র্দীঘ দিন ধরে আদলতে পড়ে থাকায় দিন বাড়ছে সাধারন মানুষ ও আটকৃতদের পরিবারের দূর্ভোগ ।সিলেট আদলত পাড়ায় গেলেই দেখা যায় বহু মানুষ অসহায় হয়ে বসে আছেন আদলতের বারান্দায় ।তারা বলছেন বিচার কাজ তাড়াতাড়ি সম্পূন হলে তারা কিছুটা স্বস্তি পেতেন ।
আইনজীবীদের দারে দারে ঘুরে এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন অনেকে। জামিনযোগ্য মামলায় কারা বন্দি হয়ে আছেন বহু মানুষ। মামলাজটের কারণে নিয়মিত শুনানী না হওয়ায় সিলেটের আদালতে বছরের পর বছর দুর্ভোগের শিকার হচ্ছেন নিরীহ বিচারপ্রাথীরা।
সিলেট আদালতের নেজারত শাখা জানিয়েছে বর্তমানে জেলা জজ ও ম্যাজিস্ট্রেসিতে ৩০ হাজারেরও বেশী মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। এসব মামলার জট কাটাতে সম্প্রতি সিলেটে এসে বিকেল বেলায়ও আদালত পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ।
আইনজীবীরা জানিয়েছেন বিচারকরা রাজী থাকলে বিকেলবেলায়ও মামলা শুনানী করতে তারা প্রস্তুত রয়েছেন। এরই মধ্যে কোন কোন বিচারক বিকেলের শিফটে মামলা পরিচালনা শুরু করে দিয়েছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সামিউল হক বলেন, প্রধান বিচারপতির বলে যাওয়া পর অনেক বিচারকরা মামলাজট কাটাতে দুই শিফটে বিচারকার্য পরিচালনা শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, বিচারকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দুই শিফটে বিচারকার্য পরিচালনা করলে কমে যাবে মামলার দীর্ঘসূত্রিতা।