শাহজালাল সিটি কলেজের আবাসিক শিক্ষার্থীদের প্রতিযোগিতা
শাহজালাল সিটি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী বলেছেন- খেলাধুলা হচ্ছে মনের খোরাক। লেখাপড়া বা অন্যান্য কাজকর্মের পাশাপাশি সকল শিক্ষার্থীর শারিরীক অনুশীলন দরকার। শরীর গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি একদিকে শরীর ও মনের জন্য উপকারী অন্যদিকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে।
তিনি বুধবার শাহজালাল সিটি কলেজের আবাসিক শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিযোতিায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার সময় এ কথা বলেন। চালিবন্দর ক্লাব ও কৃঞ্চচুড়া ক্লাবের মধ্যাকার ক্রিকেট প্রতিযোগিতায় ৮ উইকেটে কৃঞ্চচুড়া ক্লাব বিজয়ী হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক অহী আলম রেজা, মঈনুর রহমান, শহিদুল ইসলাম, নিজাম উদ্দিন। ছাত্রদের মধ্যে সাজু আহমদ, শাকিল খন্দকার, নুরুল আমিন, আবিদ হোসেন, এনাম আহমদ, চালিবন্দর কাবের সৃজন পাল, রাসেল, জসিম উদ্দিন, ফয়ছল আহমদ, জয়নুল আহমদ, সুউজ্জল চৌধুলী, জুমেল আহমদ,শরীফ আহমদ। বিজ্ঞপ্তি