তরুণলীগের বিক্ষোভ সমাবেশ আগামী ২৮শে এপ্রিল
বিএনপি-জায়াতের নাশকতা ও হরতাল-অবরোধের প্রতিবাদে সিলেট জেলা তরুণলীগের প্রতিবাদ সমাবেশ আগামী ২৮শে এপ্রিল মঙ্গলবার সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক সংসদ সদস্য-২ ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এতে সর্বস্তরের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা তরুণ লীগের সভাপতি রন চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল। বিজ্ঞপ্তি