নগরীর এক্সেল টাওয়ার হেলে পড়ার গুজব : আতংক
সুরমা টাইমস ডেস্কঃ ভূমিকম্পে সিলেট নগরীর এক্সেল টাওয়ার হেলে পড়েছে। দিনভর এমন গুজব চাউর ছিল নগরীতে। নগরীর সুবিদবাজার এলাকার ১৪ তলা এ ভবনটি হেলে পড়েছে বলে এক রিকসাচালক ধারণা করেন, এসময় আতংকিত হয়ে অনেকটা অপ্রস্তুতভাবেই রাস্তায় বেরিয়ে পড়েন টাওয়ারে অবস্থানরত নারী-পুরুষসহ অন্যান্য আগুন্তকরা।
এমন গুজবে আতংকাবস্থা বিরাজ করছে নগরীর সুবিদবাজার পুরো এলাকায়। তবে এ গুজবে কান দিয়ে আশপাশের এলাকার লোকজনও পর্যবেক্ষন করতে জড়ো হন ভবনটির সামনে। ভবনে বসবাসরত লোকজন গুজবে আতংকিত হয়ে তাড়াহুড়ো করে রাস্থায় নেমে আসেন এতে আরো উৎসুক জনতা ভীড় জমান ভবনটির সামনে। তবে ভবনটি হেলে পড়ার ঘটনাটি সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানা যায়।