ছাতকে বঙ্গবন্ধুর নামে সড়কের উদ্বোধন
ছাতক প্রতিনিধিঃ ছাতকের কালারুকা ইউনিয়নের জাতির জনক বঙ্গবন্ধুর নামে মিত্রগাঁও-নানশ্রী-হরিষপুর সড়কের নামকরন করা হয়েছে।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, বিগত ৬ বছরে ছাতক-দোয়ারায় যোগাযোগ ব্যবস্থার প্রসংশনীয় উন্নয়ন করা হয়েছে। নতুন সড়ক, সড়ক সংস্কার, পাকাকরন, মাটি ভরাট, ব্রীজ-কালভার্ট নির্মানসহ যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন সাধিত হয়েছে-তা স্বাধীনতা পরবর্তী ২৫বছরেও করা সম্ভব হয়নি। বর্তমান সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দেশবাসীকে কাঙ্খিত উন্নয়ন উপহার দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ছাতক উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত আন্তরিক।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিন। এসময় অন্যদের মাঝে প্রবাসী ফারুক মিয়া, সৈয়দ রফিক মিয়া, আব্দুস ছোবহান, আব্দুলাহ, আব্দুল মনাফ, নুরুল ইসলাম, আজাদ মিয়া, আশাইদ আলী, মনফর আলী, তজমুল আলী, প্রবাসী সানুর আলী,যুবলীগ নেতা ফজলু মিয়া, স্বপন চন্দ, রবি চন্দ, জগদীশ চন্দ, নিধু দাস, দূর্গা চরন দাস, ভানু দাস, হিমাংশু দাস, আব্দুল মালিক, সেলিম মিয়া, ইলিয়াছ মিয়া, বাদশা মিয়া, যুবলীগ নেতা আব্দুস ছালাম, দিলোয়ার হোসেন, সাকুর মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাউসার মোজাহিদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।