কানাইঘাট ডালাইচর স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট ডালাইচর স্টুন্ডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবারের পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, পুরষ্কার বিতরণ এবং গুণিজনদের সম্মাননা পদক দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয় অঢিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। ডালাইচর স্টুন্ডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি নজির হাসান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ সাগর এবং রোমান আহমদ নোমানের যৌথ পরিচালনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) বজলার রহমান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, উপজেলা জাপার সভাপতি ও স্কুলের দাতা সিরাজুল হক, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার তাজ উদ্দিন, ডালাইচর প্রাথমিক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবী ফরিদ আহমদ, ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলিমা রানী চক্রবর্তী, আ’লীগ নেতা আজমল হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, ছাত্রনেতা ও উক্ত সংগঠনের পৃষ্ঠপোষক শাহাব উদ্দিন, মাষ্টার ইয়াহিয়া, স্বেচ্ছাসেবকদল পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, মাওঃ এবাদুর রহমান। বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রাজু, ছাত্রনেতা সুয়েব আহমদ, আলমাস উদ্দিন, ফয়সল আহমদ, রুবেল, আবুল, রহমত,শামীম, আশফাক, সজিব প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে ৮০জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্র্যাস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এছাড়া শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকারী কর্মকর্তাসহ তিন গুণীজনকে সম্মাননা পদক দেওয়া হয়।