স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজর জেলা কমিটির সভা
সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি
স স’মিল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার দাবি জানোনো হয়েছে। শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে গত শুক্রবার স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক সভায় এই দাবি জানানো হয়। স’মিল শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রহুল আমিন। সভায় বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কোষাধ্যক্ষ মোঃ ছালিক মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, সদস্য মোঃ আবাদুল্লাহ, কামাল হোসেন, ও আব্দুল মজিদ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির নেতা মোঃ আউলিয়া, রাজনগর উপজেলা কমিটির নেতা আব্দুল মন্নান প্রমূখ।
সভায় বক্তারা বলেন দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সরকার গত ২৫ সেপ্টেম্বর স’মিল সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরির গেজেট প্রকাশ করেছেন। যদিও ঘোষিত মজুরি বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ নয়, তারপরও স’মিল মালিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরির চেয়ে আরও কম মজুরি দিচ্ছেন। শুধু তাই নয় স’মিল শ্রমিকরা দেশের প্রচিলত শ্রম আইনের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বক্তারা সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কাজের পোষাক প্রদান, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানান। সরকার ঘোষিত গেজেট অনুযায়ী মজুরি দাবি করায় রাজনগর উপজেলার শ্রমিক মোঃ মনফর মিয়াকে মালিক কর্তৃক বেআইনীভাবে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা জানানো হয় এবং এ প্রেক্ষিতে সাংগঠনিক আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত লাল পতাকা র্যালী ও আলোচনা সভার কর্মসূচি সকল উপজেলার স’মিল শ্রমিকদের অংশ গ্রহণ করার এবং আগামী ২৯ মে বাংলাদেম ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার ৪র্থ সম্মেলন সর্বাত্মক সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স’মিল শ্রমিক সংঘ জেলা কমিটির পরবর্তী সভা আগামী ১৭ এপ্রিল সকাল ১০ টায় জেলা অফিসে অনুষ্টিত হবে।বিজ্ঞপ্তি