সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরো তিনদিনের রিমান্ডে গেদা
সুরমা টাইমস ডেস্কঃ স্কুল ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার আতাউর রহমান গেদাকে দ্বিতীয় দফায় আরো তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট জহিরুল গণি তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এস আই শাহ মোহাম্মদ ফজলে আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম দফায় তিনদিনের রিমান্ডশেষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গেদাকে আদালতে হাজির করে আরো ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানীশেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আইও জানান, রিমান্ডে দেয়া তার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আরো কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আরো তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানান তিনি। মামার বাসায় বেড়াতে যাওয়ার পথে বুধবার সকাল ১১টার দিকে নগরীর রায়নগর এলাকা থেকে অপহৃত হয় চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ (৯)। এরপর শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নগরীর কুমারপাড়া ঝর্ণারপার এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে তার গলিত লাশ উদ্ধার করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিশেষ কৌশলে এসএমপি’র বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর ছাড়াও আটক করা হয়-জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও র্যাব-পুলিশের কথিত সোর্স গেদা মিয়াকে। রোববার এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় পুলিশ কনস্টেবল এবাদুর। সোমবার স্বীকারোক্তি দেয় রাকিব। আর গেদাকে সোমবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় সাঈদের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।