নবীগঞ্জে হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন মোতাবেক প্রথম বিবাহ সম্পন্ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন আইন মোতাবেক প্রথম বিয়ে গত ৩০শে ফালগুন রবিবার সন্ধ্যায় গোধূলী লগ্নে নবীগঞ্জ উপজেলা হিন্দু সমাজ সংস্কার সমিতির কার্য্যালয়ে সম্পন্ন হয়। নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের বলাই দাশের পুত্র বেনু দাশের সাথে একই পাটলী বুরুঙ্গা গ্রামের চিত্ত রঞ্জন দাশের কন্যা তৃপ্তি রানী দাশের বিবাহ কার্য্য সম্পন্ন করেন পুরোহিত কালীপদ ভট্রাচার্য্য ও বিবাহ নিবন্ধক জয়ন্ত কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,প্রসন্ন লাল দাশ,সুধীর দাশ,সুপ্তা রানী দাশসহ অন্যান্য গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।