সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে কমিটির পদ নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিলেট নগরীতে মশার ঔষুধ ছিটানোর ব্যবস্থা নিন : এতদ বিষয়ে সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে ১৫ মার্চ স্বারকলিপি প্রদান
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যেগে ১২ মার্চ ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে সাংগঠনিক ভাবে দায়িত্বশীলতায় সমৃদ্ধি বৃদ্ধিতে সর্বস্তরের সদস্যদের নিয়ে শীঘ্রই ঘোষিত সংস্থার কমিটির বিভিন্ন পদ নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিলেট নগরীর অন্যতম সমস্যা মশার উপদ্রব নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই মনে করেন নির্বাচিত অভিভাবকহীন সিলেট সিটি কর্পোরেশনে সব ধরনের সমস্যা আবার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যা সিলেট নগরীর সম্মানিত নাগরিকদের জন্য অত্যন্ত দূর্ভাগ্যজনক। এমনিতেই ভালভাবে ফুটপাতে হাটা যায়না অর্থলিপ্সু দখলবাজদের কারণে, তৈরি হওয়া রিক্সা লেনে চলাচল করা যায় না ভ্রাম্যমান ব্যবসায়ীদের কারণে, ভাড়া সুনির্দিষ্ট হরে নির্ধারিত না থাকায় রিক্সায় চলাচলে প্রতি দিনই ভাড়া নিয়ে বাক-বিতন্ডা লেগেই আছে রিক্সা চালক ও যাত্রীদের মধ্যে, ব্যাপক হারে ব্যাটারী চালিত রিক্সা প্লেইট বিহীন বেড়েই চলেছে, উদ্ধার হওয়া সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন সম্পত্ত্বি আবার চলে যাচ্ছে ভুমিখেকোদের হাতে, ভোর রাতের মধ্যে নেয়া ময়লা-আবর্জনা সারাদিন পড়ে থাকে আর্বজনার স্তুপে। এতো দূর্ভোগ নগরবাসী দেখতে দেখতে সয়ে যাওয়ার অভ্যাস হয়ে গেছে। কারণ যারা এতদ বিষয়ে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করার কথা, তারা যদি দেখেও না দেখার ভান করে থাকেন, তাতে নগরবাসীর কিছুই করার নেই, চেয়ে চেয়ে দেখা ছাড়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পদক শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার অন্যতম সদস্য সুনামগঞ্জের যুবনেতা হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় বিভিন্ন অভিমত উপস্থাপন করে বক্তব্য রাখেন এ.কে. কামাল হোসেন, মো: আমিনুল ইসলাম, বিপ্র দাস বিশু বিক্রম বিজন, সৈয়দ মকব্বির আলী, মোঃ আলিম উদ্দিন, স্বপন চন্দ ও গাজী আলমগীর হোসাইন। সভায় সাংগঠনিক অবস্থাকে আরো গতিশীল করার লক্ষ্যে শীঘ্রই ঘোষিত হওয়া বিভিন্ন কমিটির নাম ঘোষনা অনুষ্ঠন সাময়িক ভাবে স্থগিত করা হয় ও আগামী ১৫ মার্চ রবিবার বেলা ১১ টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে সিলেট নগরীতে মশার উপদ্রব থেকে নাগরিকদের রক্ষায় অবিলম্বে মশার ওষুধ ছিটানোর কার্যকর বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণের মাধ্যেমে পর্যালোচনা সভা সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি