নার্স হতে চেয়েছিলেন সানি লিওন
সুরমা টাইমস ডেস্কঃ হতে চেয়েছিলেন নার্স। ভর্তিও হয়েছিলেন এক ইনস্টিটিউটে। জোরকদমে চালিয়েছিলেন পড়াশোনা। কিন্তু শেষ পর্যন্ত অন্য কিছুই বরাদ্দ ছিল সানি লিওনের জন্য। আর তাই নার্স হতে চেয়ে পর্ণস্টার বনে গিয়েছিলেন সানি।
সেখান থেকে বলিউডে ফিরেছেন বেশ কয়েক বছর হল। সম্প্রতি এক তথ্যচিত্রে নিজের জীবনের সব খুঁটিনাটি খুলে বলেছেন সানি লিওন।
বলিঅন্দরের খবর, কানাডায় পর্নস্টার হিসাবে সানির উত্থান থেকে হিন্দি ফিল্মের দুনিয়ার পা রাখা পর্যন্ত সানির জীবনের বর্ণময় অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে রাখছেন এক পরিচালক। দিলীপ মেহতা নামে এই পরিচালক পেশায় ছিলেন চিত্র সাংবাদিক। এখন তিনি পরিচালনাও করেন। সানির জীবনের খুঁটিনাটি ক্যামেরাবন্দি করে রাখা তাঁরই ভাবনাপ্রসূত।
নার্স হওয়ার যখন পড়াশোনা করছিলেন সানি, তখন এক ডান্সার বন্ধুর মারফত আলাপ হয় এক ম্যাগাজিনের ফটোগ্রাফারের সঙ্গে। সেখান থেকেই খোলে পর্ন ইন্ডাস্ট্রির দরজা। রাতারাতি বদলে যায় তাঁর জীবন। আবার সে ইন্ডাস্ট্রির শীর্ষে থাকতে থাকতেই চলে আসেন বিগ বসের আসরে। সেখান থেকে একটার পর একটা বলিউডি ছবিতে অভিনয় করে চলেছেন।